শীতলক্ষায় ডুবে কিশোরের মৃত্যু

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে৷ নিহত তানজিল বন্দরের চৌরাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

 

রোববার (২৮ জুলাই) দুপুরে বন্দরের চৌরাপাড়া এলাকার চিত্তরঞ্জন ঘাটে এ ঘটনা ঘটে৷

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, লক্ষণখোলা সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করতো তানজিল। রোববার দুপুর একটার দিকে দুপুরের খাবার খেতে বাড়ি আসে সে। এরপর মাকে ভাত দিতে বলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। চিত্তরঞ্জন ঘাট দিয়ে পানিতে নামার পর সাঁতার না জানায় তলিয়ে যায় তানজিল। এলাকাবাসী ২০ মিনিট পর তানজিলকে পানি থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com