জেল সুপার পরিচয়ে বন্দির স্বজনদের সাথে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার !

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে জেলা কারাগারে বন্দি থাকা ব্যক্তিদের স্বজনদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায়ের সঙ্গে জড়িত জালাল হোসেন (৩০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুলাই) বিকেলে জেলা কারাগারের সামনে থেকে কারা পুলিশের সহায়তায় ফতুল্লা মডেল থানা পুলিশ জালাল হোসেন নামে উক্ত প্রতারককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জালাল হোসেন ঢাকার ডেমরার সারুরিয়ার মৃত হোসেন আলীর ছেলে। সে প্রতারক চক্রের অন্যতম সদস্য।

 

নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, জেল সুপার, জেলার, সুবেদার পরিচয়ে জালাল হোসেন দীর্ঘদিন যাবৎ বিকাশের মাধ্যমে কারাগারে বন্দিদের আত্মীয় স্বজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। মোবাইলে ফোন করে বলে আপনার কারাগারে আটক বন্দী অসুস্থ হয়েছে, অপারেশন করা লাগবে এবং জেলখানায় ডান্ডাবেড়ী পড়ানো হচ্ছে এই বলে টাকা দাবি করে সে। আসামির দ্বারা যারা ভিকটিম হয়েছে তারা তাকে চিহ্নিত করলে পরবর্তীতে তাকে আটক করা হয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জালাল নামের এক প্রতারক নিজেকে কারা কর্তৃপক্ষের লোক হিসাবে পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এমন একাধিক প্রতারণার অভিযোগে জেলা কারাগার কর্তৃপক্ষ প্রতারক জালালকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

এদিকে এর আগেও একাধিকবার বিভিন্ন আইনজীবীদেরকেও এরকম পরিচয় দিয়ে তাদের মক্কেলদের বিভিন্ন সমস্যায় কথা তুলে ধরে টাকা দাবি করা হয় এরকম নাম্বার থেকে। এ নিয়ে বিভিন্ন মহলে বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে সচেতন হয় বন্দিদের স্বজন ও কারা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com