বুড়িগঙ্গায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার !

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় গোছল করতে গিয়ে ইমন (১১) নামে এক ছাত্র বুড়িগঙ্গার পানিতে ডুবে নিখোঁজের ৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
শুক্রবার দুপুর ১২টার সময় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে সঙ্গে গোছল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টায় তার মরাদেহ উদ্ধার করা হয়।
এরসত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বসবাস করে স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে।
তিনি আরো জানান, ইমন নদীতে গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা খোজা খুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরী খবর দেয়। তারপর বিকেল থেকে ডুবুরী দল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোজ হওয়ার স্থানের আশপাশ থেকে ইমনের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরাদেহটি পরিবারের কাছে হস্থান্তর করা হবে।