মেয়রের কাছে এসপি হারুনের অনুরোধ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: হর্কাস মার্কেটে হকাদের বসার ব্যবস্থা করে দেওয়া জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে অনুরোধ জানিয়েছেন জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেছেন, হকাররা আমাদের ভাই, আমাদের মতো তাদেরও পরিবার আছে। হর্কাস মার্কেটে ৬৫০টি দোকান আছে, কিন্তু এখানে হকাররা বসছে না। শুধু হকাররাই হকার মার্কেটে বসতে পারে মেয়র মহোদয় যেন এই নিয়মটা করে দেন।

 

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় নগরীর হকার মার্কেট সংলগ্ন সড়কে এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

পুলিশ সুপার আরও বলেন, বঙ্গবন্ধু সড়কটি একটি ঐত্যিহাসিক সড়ক। এই সড়কে দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু হকারদের কারনে প্রায় সময় যানজট লেগে থাকতো, তাই আমরা বাধ্য হয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছি। এই হকার মার্কেটে ৬৫০টি দোকান মেয়র বরাদ্দ দিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম কোনো হকার দোকানে বসে না। ৬৫০ জন যদি দোকানে বসতো তাহলে ৬৫০ জন হকার কমতো বাকীদের জন্য দরকার হয়ে বহুতল ভবনের ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী সহ আরও পুলিশ কর্মকর্তাগন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com