না’গঞ্জে একদিনে ৫ লাশ

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে একদিনে একজন নারী সহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ জুলাই) জেলার বন্দরে দু’টি, সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবক, ফতুল্লা এবং আড়াইহাজারে এসব হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতেরা হচ্ছেন-বন্দরে মিশর শিকদার (৩০) ও আব্দুল বারেক (৫৫), সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবক (২৫), ফতুল্লায় শেফালী বেগম (৪০) এবং আড়াইহাজারে সুরুজ মিয়া (৪৫)।

 

 

পুলিশ জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্দরের কাইত্যাখালি এলাকায় মিশর শিকদার (৩০) নামের ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বন্দর নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মিঠুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। নিহত মিশর শিকদার কাইত্যাখালি শিকদার বাড়ির শফিউদ্দিনের পুত্র।

 

অন্যদিকে বন্দরে শীতলক্ষা নদীর পাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারেক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল বারেক বন্দর শান্তিনগর বালুরমাঠ এলাকার মৃত সামাদ হোসেনের পুত্র। কিন্তু পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

 

বন্দর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মিঠু (২৭), মুন্না (১৯), সাকিব (১৮) ও জিসান (২০) নামের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

ফতুল্লার লাল খাঁ এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ঘরের পাটাতনের নিচ থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত সালমা একজন মৃগিরোগী। ধারণা করা হয়েছে, রাতে মৃগির কারণে সে পাটাতনের নিচে পড়ে যায়। পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, স্থানীয়রা জানিয়েছে নিহত নারী মৃগিরোগী। পানিতে পড়ে যাবার কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুরো বিষয়টি জানা যাবে। তিনি জানান, শেফালী লালখাঁ এলাকার আবুল হাসেমের স্ত্রী।

 

অন্যদিকে আড়াইহাজারে জমির দালালী নিয়ে সুরুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুই সহোদর। গতকাল মঙ্গলবার ভোরে আড়াইহাজার উপজেলার ফতেহপুরের বগাদী এলাকায় প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করে একই এলাকার আবুল মিয়া (৪৫) ও রেজাউল (৪০)। নিহত সুরুজ মিয়া ফতেহপুর বগাদী এলাকার আয়েত আলীর পুত্র।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, জমির দালালী নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে মঙ্গলবার ভোরে দুই সহোদর মিলে সুরুজ মিয়াকে পিটিয়ে হত্যা করে।

 

নজরুল ইসলাম জানান, আবুল মিয়া ও রেজাউল ফতেহপুর বগাদী এলাকার পলান মিয়ার ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

অপরদিকে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জের মিজমিজি মতিন সড়ক এলাকার বসুন্ধরা কয়েল কারখানার পাশ থেকে উদ্ধার করা লাশটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

 

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচএম জসিমউদ্দিন জানান, সকালে ওই এলাকায় লাশটি দেখেতে পেয়ে পুলিশ খবরে দেয় স্থানীয়রা। নিহত ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি। বয়স আনুমানিক ২৫ বছর হবে। লাশের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ উপড়ানো রয়েছে। এবং বাম হাতের কব্জির ওপরে এবং নিচে দুটি কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে যুবকটিকে অন্য কোথাও মেরে লাশটি এখানে এনে ফেলে গেছে দুর্বৃত্তরা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com