নারায়ণগঞ্জে পাশের হার ৭২.১৩ ভাগ

 

প্রেসবাংলা২৪ডটকম: ২০১৯ সালে নারায়ণগঞ্জে  উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। গত বছর এর সংখ্যা ছিল ১২১ জনে। গত বছর থেকে এবছর জিপিএ ৫এর সংখ্যা বেশি

১৭ জুলাই বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। এ বছর পরীক্ষার্থী ছিলেন ২১ হাজার ৪৭০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৪৮৭। ফেল করেছেন ৫৯৮৩। পাশের হার ৭২ দশমিক ১৩ ভাগ।

 ২০১৮ সালে নারায়ণগঞ্জে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। এর মধ্যে পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৩৪ জন। পাশ করেছে ১২ হাজার ৭২০ জন। পাশের হার ৬৩ দশমিক ৪৯ ভাগ।

তিনটি কলেজে এবছর শতভাগ উত্তীর্ণ হয়েছে। এগুলো হলো গিয়াসউদ্দিন মডেল কলেজে ,  রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে , হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । গতবছরের তুলনায় এবছর পাশের হার বেশি ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com