ফতুল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার চাঁনমারী এলাকায় জেলা ডিবি’র সঙ্গে বন্দুক যুদ্ধে বিল্পব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ডিবির এসআই ওসমান, এএসআই সোহেলসহ দুই কনস্টেবল আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করেছে ডিবি।

সোমবার (১৫ জুলাই)   দিনগত রাত আড়াইটায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত বিল্পব চাঁনমারী বস্তির সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৪ টি মাদক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

ডিবির একটি সুত্র জানায়, বিপ্লবের বিরুদ্ধে শুধুমাত্র ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। সে শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত।

 

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। পরে ডিবিও পাল্টা গুলি ছুড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিল্পবের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com