‘হকার বসবে না, মানে বসবে না’
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর বঙ্গবন্ধু সড়কটিকে হকারমুক্ত করতে নিজের কঠোর অবস্থানে অনঢ় রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, রাস্তায় হকার বসলে আবার যেতে হলে আমি যাবে। কিন্তু বঙ্গবন্ধু সড়কে হকার বসবে না মানে বসবে না।
রোববার (১৪ জুলাই) দুপুরে বাজেট ঘোষণার পর জনতার মুখোমুখি অনুষ্ঠানে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
তিনি বলেন, হকার মার্কেট করে দিয়েছি, তারপরও কেন বঙ্গবন্ধু রোডে হকার বসবে? বঙ্গবন্ধু রোডে এত কি মধু? কেন হকার বসানোর জন্য আইভীকে রোডে ফেলে মারতে হবে? হকাররা কি নারায়ণগঞ্জের সবার চেয়ে বড়।
এসময় পুলিশ সুপারকে অনুরোধ করে বলেন, তারা কিভাবে বলে হকারদের পুন:বাসন করা হয়নি। আমি হকার মার্কেট করে দিয়েছি, আর আগে পৌর চেয়ারম্যানরা মার্কেট করে দিয়েছে। ১/১১ এর সময় ২ বছর রাস্তায় কোন হকার ছিলো না। কিন্তু পরে তারা দোকান গুলোকে বিক্রি করে আবারও রাস্তায় বসেছে। এবারও পুর্নবাসন করলে যে তারা রাস্তায় বসবে না, তার কোন নিশ্চয়তা কেউ কি দিতে পারবে? তাই কোন ভাবেই যাতে হকাররা বসতে না পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন।
এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এহতেশামুল হক, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা প্রমুখ।