সিটি কর্পোরেশনের ৮৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নতুন করে করারোপ ছাড়া ও উন্নয়ণ অবকাঠামোকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত বছরের তুলনায় এবারের বাজেট প্রায় ১৫৫ কোটি টাকা বেশি। ২০১৮-১৯ অর্থ বছরে ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।
সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মেয়র আইভীর এটি ৮ম বাজেট। এবং দ্বিতীয় মেয়ারের তৃতীয় বাজেট। বাজেট ঘোষণার পরে প্রতিবারের মতো তিনি ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের উপস্থিত নাগরিকদের নানা প্রশ্নের জবাব দেন।
মেয়রের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক। বাজেট অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলরগণ, গন্যমান্য রাজনীতিক ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের বাজেটে রাস্তা, ড্রেণ, সেতু, কালভার্ট নির্মাণ ও পুনর্র্নিমাণ, দারিদ্র বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার সংস্কার, সড়ক বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
প্রসঙ্গত ২০১১ সালের ৩০ অক্টোবর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালের ২৫ জুন প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। ওই বছরে সিটি কর্পোরেশনের বাজেট ছিল ৪শ’ ৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা।