সিদ্ধিরগঞ্জে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ!
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে সেলিম মিয়া (৩৫) নামে এক দর্জি ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে বাকরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সেলিম। গত শনিবার ( ১৩ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সেলিম মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার কালিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নাম না বলার শর্তে সেলিমের বোন জানান, জমি কেনার জন্য ১৮ লাখ টাকা নিয়ে তার ভাই সেলিম ঢাকা থেকে বাসে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি শিমরাইল মোড়ে মেঘালয় কাউন্টারের সামনে আসামাত্র ২টি মোটর সাইকেলে করে ৪ জন আসে গাড়িটির গতিরোধ করে। এসময় সেলিমের বাজারের ব্যাগে থাকা ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহাবুব উর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই তবে কেউ কোনো কিছু বলতে পারেনি। এ ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
তবে সেলিমের বোন জানান, তার ভাই সুস্থ হলে থানায় অভিযোগ করবেন।