ফতুল্লায় ট্রেনের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. শাহজালাল (১৮) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
(১২ জুলাই) শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফতুল্লা শাহজালাল রি-রোলিং স্টিল মিলের সামনে ওই ঘটনা ঘটে।
নিহত শাহজালাল ময়মনসিংহের ফুলপুর এলাকার সাজিম উদ্দিনের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ শেহাচর এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। শাহজালাল ওই এলাকায় রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পার হওয়ার সময় বেলা ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানালে দুপুরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সন্ধ্যায় মর্গে এসে নিহতের পরিবার লাশের পরিচয় শনাক্ত করে।
এ ঘটনায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com