নড়াইল কালেক্টরেট বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নড়াইল কালেক্টরেট বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

 

বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

 

আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যয়ে ১ তলা টিন শেড বিশিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয়দের আর্থিক অনুদানে এ ভবন নির্মাণ করা হবে। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।

 

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, পৌর কমিসনার মাহাবুর আলম, ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হিমেল মোল্যা, আকতার মোল্যা, দৈনিক সমাজের কাগজ নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, জাহাঙ্গীর শেখ সহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com