জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ( ১০ জুলাই ) বিকেলে ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কে ইউ আকসির, এ জেড এম ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউছার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম মোল্লা, কার্যকরী সদস্য খন্দকার শাহ্ আলম, জাকির হোসেন শাহীন, মো.রবিউল হোসেন, গোলাম গাউস, মাকসুদুল আলম, জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মো.আসলাম, মাহবুবুল হক উজ্জ্বল, ফিরোজ মাহমুদ শামা, আতাউর রহমান মিলন, ডা.রকিবুল ইসলাম শ্যামল, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, কার্যকরী পরিষদ উপজেলা সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, এসএম আরিফ মিহির, মহিলা সদস্য আঞ্জুমান আরা আকসিরসহ বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভার প্রথমে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ।

এ সময়ে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে আমি জেলা প্রশাসক ও আপনারা সভাপতি বা সেক্রেটারি হতে পারতেন না । যে মহান নেতার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র সেই নেতাকে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে । সে হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । আমরা ওসমানী পৌর স্টেডিয়াম ও শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকৃত মুরাল তৈরি করবো ।

এ সময়ে তিনি নারায়ণগঞ্জ জেলায় খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে কমিটির নেতৃবৃন্দের আরোও গুরুত্বসহকারে বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করার আহ্বান জানান । পরে ফুটবল ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাট মিন্টার, ডাভা, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলা আহ্বায়ক উপকমিটি গঠন করা হয় । পরবর্তীতে ক্রীড়া কমপ্লেক্সটি নবাগত জেলা প্রশাসককে ঘুড়িয়ে দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com